মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্র“তি-সুস্থসবল মেধাবী জাতি” এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় বাহুবল উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, সমবায় কর্মকর্তা মোঃ মমতাজুর রহমান, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ভেটেনারী সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভার পূর্বে একটি র্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বাহুবলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।