নিজস্ব প্রতিনিধি : প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে হবিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে র্যালি শেষে হবিগঞ্জ প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইসহাক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কদ্দুছ সরকার, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান।
বক্তব্য রাখেন- সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, ওয়াসিম আকরাম প্রমুখ।
এছাড়াও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্নস্তরের লোকজন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।