চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ঠ পুঁথি সাহিত্যিক ও লিখক পীরে তরীক্বত মুর্শিদুনা শাহ্ সুফি হযরতুল আল্লামা শামছুদ্দিন আখঞ্জী (রহ:) এর ৪০’ তম ঐতিহাসিক ওরশ মোবারক ও ইমাম আহমদ রেযা-শাহ শামছুদ্দিন আখঞ্জী (রহ:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী ২৭ ফেব্রুয়ারী সোমবার, আখঞ্জী দরবার শরীফে, মাদ্রাসা ময়দানে অনুষ্টিত হবে।
এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দেশ বরণ্য উলামায় কেরামগন উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, আখনজী দরবার শরীফের গদীনশীন পীর আলহাজ্ব মাও: শাহ জালাল আহমদ আখঞ্জী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকল আশেকান মুরীদান এবং ভক্ত-বৃন্দদের আমন্ত্রন জানিয়েছেন দরবার শরীফের পীর সাহেব।