নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা শিক্ষা মুল্যায়ন কমিটি উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এবং শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টানের নাম নির্বাচিত করেছেন।
গত ১৫ই ফের্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার ও মুল্যায়ন কমিটির সভাপতি তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্টিত মুল্যায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাদেক হোসেন প্রমূখ। নির্বাচিত শ্রেষ্ট প্রধান শিক্ষক হলেন নবীগঞ্জ শহরের শত বছরের ঐতিহ্যবাহি বিদ্যাপিট নবীগঞ্জ যোগল-কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।
শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান হলো নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়। নবীগঞ্জ উপজেলার প্রায় ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শিক্ষার গুণগতমান বিবেচনায় উপজেলা ভিত্তিক মুল্যায়ন কমিটির সভায় শ্রেষ্ট প্রধান শিক্ষক ও শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান হিসেবে নবীগঞ্জ জে কে হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম ও জে কে হাইস্কুল শ্রেষ্ট স্কুল নির্বাচিত হওয়ায় ওই প্রতিষ্টানের শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানোিজং কমিটির সদস্যদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এ জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আব্দুস সালাম ২০১২ইং সনে নবীগঞ্জ জে কে হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে মৌলভীবাজারের সাধুহাটি উচ্চ বিদ্যালয়, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে সুনামের সহিত শিক্ষকতা করে আসছিলেন।
নবীগঞ্জ জে কে হাইস্কুলের যোগদানের পর থেকেই স্কুলের শিক্ষার পরিবেশ, অবকাটামো উন্নয়ন, সৌর্ধয্য বর্ধনসহ দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। তার দক্ষতায় স্কুলের শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ জেএসসি, এসএসসি পরীক্ষার আশানুরুপ ফলাফল অর্জন করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। মোঃ আব্দুস সালাম শিক্ষকতার পাশাপাশি নিয়মিত গান লিখেন। এবারের একুশে বই মেলায় তার লেখা “ খুঁজি যারে-পাইনা তারে ” নামে গানের বই প্রকাশিত হয়েছে। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।