এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গনে ব্যাচ ২০১১ সালের শিক্ষার্থী কর্তৃক পুনর্মিলনী ২০১৭ এই অনুষ্ঠান আয়োজন করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলজার মিয়ার সভাপত্বিতে এবং প্রাক্তণ ছাত্র ও ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক তোফাজ্জল হোসেন অপু ও রহুল আমিনের যৌথ উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন-জাতীয় দলের সাবেক ফুটবলার ও নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী আলহাজ্ব মুক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,আরও একজন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিশিষ্ট মুরুব্বী আক্তার হোসেন,সাবেক শিক্ষক আলহাজ্ব ইদ্রিছ আলী,সাবেক শিক্ষক মীর আনোয়ার আলী,ম্যানেজিং কমিটির সদস্য নাজমা আক্তার,দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটুসহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে অতিথি,বর্তমান ও সাবেক শিক্ষকসহ আগত প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের সবাইকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথমবারের মতো সকল প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।এদিকে স্কুল প্রাঙ্গনে শতাধিক প্রাক্তণ ছাত্র-ছাত্রীরা মিলিত হন যেন মিলনমেলায়।প্রাক্তণ ছাত্র ছাত্রীরা সহপাঠীদের পেয়ে স্মৃতিপটে থাকা নানা অভিব্যক্তি পুনব্যক্ত করেন।
এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।দিনব্যাপি পুনর্মিলনী উৎসব আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।