চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার চিমটিবিল ক্যাম্পের বিজিবির টহল বাহিনী দিনের বেলায় ধাওয়া করেও আটক করতে পারেনি মাদকচোরা কারবারি শীতেশকে।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী দুপুর আড়াইটায় উপজেলার আমু চা বাগানের কল ঘর নামক স্থানে সন্দিহান হয়ে একটি মোটর বাইককে ধাওয়া করে বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের টহল বাহিনী।
বিজিবির ধাওয়া খেয়ে কিছু দুরে এগিয়েই মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় আরোহী। এ সময় তারা মোটরসাইকেলের সিটের নিচে ১ কেজি গাঁজা ও দু পাশের কভারের ভিতর ৫ বোতল ভারতীয় (মদ অফিসার চয়েজ) পান।
তখন তারা আশপাশে থাকা লোকজনদের কাছ থেকে জানতে পারেন সাইকেল এলাকার কথিত মাদক চোরাকারবারী শীতেশের। এবং সাইকেলের একমাত্র আরোহীও ছিল শীতেশ নিজেই। ৩০ বছর বয়সী শীতেশ উপজেলার চিমটিবিলের অশ্নি চন্দ্র বৈদ্যের ছেলে। এ ব্যাপারে চিমটিবিল ক্যাম্পের সুবেদার দবির উদ্দিন বাদী হয়ে শীতেশকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা করেছেন বলে জানান সুবেদার দবির উদ্দিন।