বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে দীপা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার সদরের কামালখানীর সামছুল হকের স্ত্রী।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঘরের তীরে ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনরা।
খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। থানার এসআই নামজুল জানান, ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে দীপা আত্মহত্যা করেছে।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছে। থানার অপারেশন অফিসার ওমর ফারুক জানান, আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।