মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ দিনব্যাপী ষোড়শ একুশে বইমেলা গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। ‘বই পড়–ন-জ্ঞান আহরণ করুণ’- এ স্লোগানের মধ্য দিয়ে গত ১৮ ফেব্র“য়ারি শনিবার শুরু হয়।
বুধবার বইমেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব মোঃ হোসেন শাহ ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি পংকজ কান্তি গোপ টিটুর যৌথ পরিচালনয়া সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল-নবীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার মখলিছুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকম উস্তার মিয়া, যুব সংহতির সভাপতি মাসুক মিয়া, ছাত্রলীগ সভাপতি জুনায়েদ আহমেদ ও উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম।
উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, জন-স্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মনিরুল ইসলাম শামিম, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য, হাবিবুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সভার শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ইসলামীক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় দেশসেরা হওয়ায় বাহুবল কৃতিসন্তান লুৎফুর রহমান তহবিলদারকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এবার মেলায় অংশগ্রহণকারী ৩৫টি বুকস্টলের মাঝে ইউনির্ভাসিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন বাহুবল (ইউসেব) কর্তৃক পরিচালিত ‘একুশে’ বুক স্টল প্রথম, স্পর্শ বুক স্টল দ্বিতীয় ও বর্ণকানন এবং বইপোকা বুক স্টল যৌথভাবে তৃতীয় সেরা স্টল নির্বাচিত হয়।