উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের উদ্যোগে গত শনিবার “ চলনা ঘুরে আসি অজানাতে,যেখানে নদী এসে থেমে গেছে” এই শ্লোগানের মধ্য দিয়ে জাকজমকপূর্ন পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন পালন করা হয়েছে।
শিক্ষা সফরের পরিদর্শন স্থল ছিল মাধবপুর লেক,শ্রীমঙ্গল ‘৭১ এর বধ্যভূমি। শিক্ষা সফর ও বনভোজন উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা,কবিতা আবৃত্তি,নৃত্য প্রতিযোগীতা,হাড়িভাঙ্গা খেলা ও পুরস্কার বিতরন।
কলেজ পরিচালনা কমিটি ও শিক্ষকদের সার্বিক তত্ত্ববধানে এ সফরে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।