মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের বাহুবলে ৫ দিনব্যাপী বই মেলা আজ বুধবার (২২ ফেব্রুয়ার)ী শেষ হচ্ছে। বই মেলায় ছিল উপচে পড়া ভিড়। নতুন নতুন লেখক, কবি ও সাহিত্যিকদের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বই মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
অনুষ্টানে বাণিজ্য মন্ত্রনালয়ের চীফ একাউটেন্ট মোঃ আব্দুল হক, বাহুবল উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি বক্তব্য রাখেন। পরে সিলেটের নাট্য গোষ্ঠীর নাটক “ব্লাড টেষ্ট” পরিবেশিত হয়। অনুষ্টান পরিচালনা করেন পংকজ কান্তি গোপ। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, নৌকার প্রার্থীকে হারানোর চেষ্টা করা হয়ছিল। কিন্তু তা সম্ভব হয়নি।
তিনি বলেন, আমাদের মধ্যে কিন্তু মোশতাক আহমেদের প্রেতআত্মা রয়েছে। তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে। মেলায় উল্লেখযোগ্য দিক ছিল বাণিজ্য মন্ত্রনালয়ের চীফ একাউটেন্ট মোঃ আব্দুল হক এর কবিতার বই “তবুুও পড়ন্ত বেলায়” মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে।