চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত আটক হচ্ছে লক্ষ লক্ষ টাকার মদ ও মাদক জাতীয় দ্রব্য। কিন্তু ধরা পড়ছে না মূল ব্যবসায়ীরা।
মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে প্রশাসনের(বিজিবি, পুলিশ,র্যাব, ডিবি পুলিশ) সোচ্চার ভূমিকায় উদ্ধার হচ্ছে ছোট-বড় মাজারি সব ধরনের মাদক চালানই। মাঝে মধ্যে যারা ধরা পড়ছে তাদের অধিকাংশই ব্যবসায়ীদের সহযোগী। তাদের গড ফাদাররা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এর কারণ তারা তাদের ব্যবসা পরিচালনা করতে ব্যবহার করছে এলাকার হত দরীদ্রদের।
একজন শ্রমিক সারাদিন কাজ করে মজুরি পায় ২০০/২৫০ টাকা। তাতে তাদের একদিকে যেমন অধিক পরিশ্রম হয় অপর দিকে পরিবারের চাহিদাও ঠিক মত মিটে না। তাই তারা লোভে পড়ে পা দিচ্ছে মাদক চোরাচালান কারবারিদের ফাঁদে।
ব্যবসায়ীদের একটি চালান কোন রকম গন্তব্য পৌঁছে দিতে পারলেই পাচ্ছে ২/৫ হাজার টাকা। চুনারুঘাট উপজেলার ৫৬ কিলোমিটার সীমান্তেরখার পরিধির অধিকাংশ জুড়েই রয়েছে পাহাড়ী বনাঞ্চল। যে কারণে মাদক চোরাচালানিরা বিজিবি কিংবা প্রশাসনের অন্য কোন বাহিনীর আঁচ পেলেই গাঁ ঢাকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মাঝে মধ্যে দু-একজন ধরা পড়লেও তাদের মূখ থেকে কিছুতেই বেরিয়া আসেনা তাদের গড ফাদারদের নাম।
এর কারণ হিসাবে জানা যায়,ধরা পড়া চোরা-চালানি সহযোগীরা যতদিন আইনের হেফাজতে থাকে ততদিন তাদের পরিবার পরিজনদের ভাল-মন্দ দেখভাল করে চোরাচালানির মালিকরা। তাই তারা তাদের নিজেদের মাল এবং নিজেদের দোষী সাজিয়ে বাঁচিয়ে দেয় মূল ব্যবসায়ীদের। একেক জন ব্যবসায়ীর বিশ থেকে ত্রিশ জন সহযোগী থাকে। তারা তাদের মাদক চোরা-চালান পাচার কালে এদেরকে কয়েকটি দলে বিভক্ত করে ভাগ -বাটোয়ারা করে একেক এলাকা দিয়ে তুলে দেয় বিশ থেকে পঁঞ্চাশ লাখ টাকার চালান। তা থেকে দু একটি চালান ধরা পড়ে গেলেও অন্য গুলো দিয়ে লোকসান পুষিয়ে নেয়।
প্রশাসন অনেককে মাদক চোরা-চালান কারবারির সাথে জড়িত সন্দেহ করলেও প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করতে পারছে না। তাদের বাড়ী-ঘর কিংবা সেলফোন তল্লাশি করেও মাদক চোরাকারবারের সাথে জড়িত থাকার কোন আলামত খুঁজে পাচ্ছে না। তাদের রহস্যময় অভিনব কৌশলের কাছে পরাজয় মেনেই চলছে সকল অভিযান। তবু, আশাবাদী দেশ প্রেমিক জনতারা একদিন না একদিন ঐ সমস্ত গড ফাদাররা আইনের কাছে পরাজিত হবে। যুব সমাজ ধংসকারী মাদকের অভিশাপ থেকে মুক্ত হবে দেশ।