বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্যে থেকে:-বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় জানিয়ে যুক্তরাজ্যে আওয়ামীলীগ এর লিভারপুল মার্সিসাইড শাখা গতকাল সোমবার রাতে লিভারপুলের স্থানীয় একটি রেষ্টুরেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
যুক্তরাজ্যে আওয়ামীলীগ এর লিভারপুল মার্সিসাইড শাখার সভাপতি মোজাহিদুর রহমান আছকর এর সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি মুমিন খানঁ এর পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বজলু মিয়া ।
সভা শুরুর প্রথমেই ৫২ এর ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিটি দাড়িয়ে নিরবতা পালন সহ জাতিয় সঙ্গীত পরিবেশন করা হয়।
শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন লিভারপুল মার্সিসাইড আওয়ামীলীগ এর সহ সভাপতি খাইরুল ইসলাম নুনু, মোহাম্মদ সফিক মিয়া, নুর আফসার, আফিক মিয়া, সহ আরো অনেকই।
আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন- একুশ আমাদের অহংকার, একুশ আমাদের চেতনা। একুশের এই চেতনার পথ ধরে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা। প্রবাসের এই মাঠিতে আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষা কে বাঁচিয়ে রাখার আহব্বান ও জানান তারা ।
আলোচনা সভা শেষে এক আনন্দঘন নৈশ্য ভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।