মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার বাবনাকান্দি বি.সি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও নব-নির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মোঃ শামীনুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও পূজা উদযাপন কমিটি হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান-অলি, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার মখলিছুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য লন্ডন প্রবাসী আব্দুল মালেক, হিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান জুয়েল, ফজলুর রহমান, ইতালী প্রবাসী মিজানুর রহমান, হাফেজ আব্দুল রকিব, আজিজুল হক, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের উন্নয়নে সরকার অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডে সকলকে সহযোগিতা করার জন্য তিনি আহবান জানান।
তিনি বাহুবলের অতীত উন্নয়ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর আমার এলাকা হিসাবে যথাসাধ্য উন্নয়নের চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। তিনি অত্র বিদ্যালয়ের একাডেমিক ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস দেন।