এস এইচ টিটু : প্রায় ৫০ প্রকার পিঠা নিয়ে বৈশাখী থিয়েটারের উদ্যোগে জমজমাট পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে শায়েস্তাগঞ্জ থানাধীন সুতাং বাছিরগঞ্জ বাজার সংলগ্ন মাঠে।
মঙ্গলবারে দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
এ মেলায় শহর ও গ্রাম থেকে এসেছেন গৃহবধূ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ।নানা জাতের রকমারি পিঠা নিয়ে এতে ১২টি স্টল অংশ নেয়।
নূরপুর ইউপি আওয়ামীলীগের আহব্বায়ক জলফু মিয়ার সভাপত্বিতে এবং সদস্য সচিব ইছহাক আলী সেবনের পরিচালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি এড: আব্দুল আহাদ ফারুক,সহ-সভাপতি হাজী সিরাজুল ইসলাম ইনু,হাজী মুক্তার হোসেন,নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত, নূরপুর ইউপির আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুখলিছুর রহমান মুখলিছ,আলহাজ্ব ইদ্রিছ আলী মাষ্টার,শায়েস্তাগঞ্জ সমিতির ইউকের সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফা,নিজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল,রেজাউল করিম বাদল,মোতাক্কাব্বির(আক্কাছ),জাকির হোসেন, সভাপতি বৈশাখী থিয়েটার আব্দুল মালেক, নূরপুর ইউপির ছাত্রলীগের আহব্বায়ক তোফাজ্জল হোসেন অপু প্রমুখ।
এ পিঠা মেলায় অংশগ্রহণকারী আর ক্রেতা দর্শকদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে। প্রতিবছর এ ধরনের মেলার আয়োজন করা হলে অনেক অজানা কিছু জানতে ও শিখতে পারবেন বলে দাবি দর্শনার্থীদের। এ মেলার আসতে পেরে খুশি তারা বলে জানান।