আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ১৪০ লিটার চুলাইমদ সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।
সোমবার রাত ৯ টায় উপজেলার পাহাড়পুর বাজারের বাঁশ হাটা সংলগ্ন কালনী নদীর তীর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল আজমিরীগঞ্জ উপজেলার বদলপুরের পাহাড়পুর নয়াহাটি গ্রামের নৃপেন্দ্র দাস (২২) রামজয় দাস (১৮) ও পার্শ্ববর্তী সুনামগঞ্জের শাল্লার নারকিলার বাসিন্দা জহুর ইসলাম (১৮)।
গোপনসূত্রে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৪০ লিটার চুলাইমদ সহ তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।