৮ ফাল্গুনের বৃষ্টি
॥সৈয়দ শাহান শাহ্ পীর॥
গতকাল ৮ ফাল্গুনের বৃষ্টি
কবি মনে দিয়েগেছে ভাবের সৃষ্টি।
কবি ছাড়া জানিনা
আর কেউকে কি দিয়েছিল ভাবনা ?
যদি দিয়ে থাকে
মনে-মনে ধরে নিলাম ভাবছেন আমাকে।
শীতের পর বসন্তে
হঠাৎ বৃষ্টি ভাবের মনকে ভরে দেয় আনন্দে।
কারণ অনেক দিন পরেতো তাই মনে হয়েছিল
আকাশ থেকে অচেনা কেযেন ডাকতে এসেছিল।