বিশেষ প্রতিনিধি: যুক্তরাজ্যের রূপের রানী নর্থওয়েলস্ আর সেই রাজ্যের ইন্ডিয়ান কারী শিল্পের রাজা হলেন বাংলাদেশী ব্যবসায়ীদের একজন শাহ জাহানুর রাজা।
সেই রাজ্যের কেনারপন শহরের বিশিষ্ট ব্যবসায়ী শাহ জাহানুর রাজা কে শায়েস্তাগঞ্জ থিয়েটারের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্টানের মধ্যে দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ থিয়েটারের দলপ্রধান প্রভাষক জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে ও প্রভাষক মুক্তাদির হোসেন সোহেলের পরিচালনায় গতকাল সোমবার থিয়েটারের হলরুমে অনুষ্টিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন-শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ থিয়েটারের সাবেক দলপ্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল মল্লিক, দৈনিক শায়েস্তাগঞ্জ এর সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু প্রমুখ।
বিলেত প্রবাসী শাহ জাহানুর রাজা শায়েস্তাগঞ্জ থিয়েটারের সংবর্ধনা প্রদান অনুষ্টানে প্রাপ্ত অর্জনকে জন্মভূমির ভালবাসায় সিক্ত হয়েছেন বলে জানান। তিনি আরো বলেন,জীবনে অনেক ধরনের সংবর্ধনা পেয়েছি সম্মানা পেয়েছি দেশ বিদেশে,কিন্তু থিয়েটার থেকে প্রাপ্ত আজকের এই সম্মাননা আমার জীবনের এক অন্যন্য অনুভুতি। তিনি শায়েস্তাগঞ্জ থিয়েটার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শায়েস্তাগঞ্জবাসীর ভালবাসায় তিনি চীরকৃতজ্ঞ বলে জানান।
শায়েস্তাগঞ্জ থিয়েটারের পরিবেশনায় নাটক, গান ও আবৃত্তি আমন্ত্রিত অতিথিরা মুগ্ধ হয়ে উঠেন। অনুষ্টান শেষে বিলেত প্রবাসী শাহ জাহানুর রাজা কে শায়েস্তাগঞ্জ থিয়েটারের উত্তরণী পরিয়ে দেয়া হয় এবং ফুল ও ক্রেষ্ট প্রদানের মধ্যে দিয়ে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।