হবিগঞ্জ থেকে : “রুখবো দুর্নীতি-গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ, সবাই মিলে শপথ করি-দুর্নীতিবাজকে ঘৃণা করি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার হবিগঞ্জ শহরে র্যালী, আলোচনা সভা, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
হবিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ জমির আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ (সার্বিক)। বক্তব্য রাখেন হবিগঞ্জ দুর্নীতি কমিশনের উপ-পরিচালক আবুল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুজ জাহের, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, ইসলামী ফাউন্ডেমনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা মৎস্য কমকর্তা আশরাফ উদ্দিন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সোয়েব হোসেন, জেলা সমবায় কর্মকর্তা সুষাষ চন্দ্র দাস, হবিগঞ্জ ল কলেজের প্রভাষক এডভোকেট খায়রুল ইসলাম খোকন, হবিগঞ্জ নার্সিং ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুলসুম বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লুৎফুন্নাহার স্মৃতি, কবি তাহমিনা বেগম গিনি, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, এনজিও সংস্থা আশা’র ডিস্টিক্ট ম্যানেজার কামাল মিয়া চৌধুরী।