: আগামী রোববার থেকে চলমান অবরোধের সঙ্গে হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
তার আগে শনিবার দেশের সব থানা, উপজেলা, পৌরসভা ও জেলা সদরে এবং সব মহানগরের প্রতি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করবে তারা।
বৃহস্পতিবার বিকেলে সপ্তাহব্যাপী হরতালের শেষ দিন এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।