নিজস্ব প্রতিনিধি : নবীগঞ্জে ৫০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। শনিবার রাতে উপজেলার ইনাতগঞ্জের দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীরা হলো- ওই গ্রামের মৃত জাহির উল্লার ছেলে আব্দুস সামাদ ও নোয়াগাঁও গ্রামের মৃত এলখাছ মিয়ার ছেলে নুরুল হক।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছিল গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে থানার ওসি এস এম আতাউর রহমানের নির্দেশে এসআই ধর্মজিতের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
এব্যাপারে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।