নিজস্ব প্রতিনিধি : নবীগঞ্জে বিভিন্ন মামলায় ৪ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওয়ান্টেভূক্ত গ্রেফতারকৃত আসামীরা হলো উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের সমসের উল্লার পুত্র রমজান মিয়া, এনাতাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র রুমেন মিয়া, শৈলা গ্রামের আব্দুল কাদিরের পুত্র সজ্জাদুর মিয়া, কায়স্থগ্রামের আখিল মিয়ার পুত্র উজ্জল মিয়া।
পুলিশ জানায়, থানার নবাগত অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমানের নির্দেশে থানার এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে জিআর, নারী শিশু নির্যাতন, মাদক ও চুরি ডাকাতির বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করে। পরে রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।