মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলের বিজলীরপুল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় এমরান মিয়া (২৮) ও সনজব আলী (৩০) নামক ২ মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার যশুরআব্দা গ্রামের ফুল মিয়ার পুত্র এমরান মিয়া (২৮) ও সনজব আলী (৩০) মোটরসাইকেল যোগে হবিগঞ্জ থেকে আউশকান্দি যাওয়ার পথে বাহুবলের বিজলীপুল নামক স্থানে পৌছলে পিছন থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পেলে দিলে ২ আরোহী গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা আহতদের প্রথমে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।