বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের জামে মসজিদের নিকটে করাঙ্গী নদীর উপর ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই।
শুক্রবার বিকালে ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সোহেল আহমদ কুটি, মোঃ আব্দাল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কুমার কর্মকার, ইলিয়াছ আখঞ্জি, ঠিকাদার সাইদুর রহমান, সাতকাপন ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী নারায়ণ চন্দ্র পাল, আয়াত আলী, আব্দুল হান্নান, জুনায়েদ আহমদ, হাজী আবিদ আলী, মামুনুর রশীদ, রাজু, প্রভাষক ইয়াকুত মিয়া, নবী হোসেন, মেম্বার আজিম উদ্দিন, মেম্বার আব্দুল মজিদ সহ এলাকার মুরুব্বীয়ান ও যুব সমাজ।
উল্লেখ্য, এই ব্রীজের অভাবে ভেড়াখাল গ্রামবাসী যুগ যুগ ধরে দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়ায় উপজেলা চেয়ারম্যান সহ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামবাসী।