চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউপি সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।
বিকালে উপজেলার নালমুখ বাজারে সেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন লক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় মিরাশী ইউপি আওয়ামীলীগ সহ-সভাপতি বাদশা মিয়া মেম্বারের সভাপতিত্বে ও মোঃ জমরুত মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার।
বিশেষ অতিথি ছিলেন মিরাশী ইউপি আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী আলতা মিয়া তালুকদার, সহ-সভাপতি ফয়েজুর রহমান কণ্টা মিয়া মেম্বার, সহ-সভাপতি আছকির মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক মুশিউর রহমান চৌধুরী ফয়সল, মিরাশী ইউপি যুবলীগ সেক্রেটারী বেলাল আহমেদ, সহ-সভাপতি ছায়েদ মিয়া, পুতুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান ও উপজেলা যুবলীগ নেতা সেলিম আহমেদ প্রমুখ। সভায় সর্বস্মতিক্রমে মোঃ শাহ্ আলমকে সভাপতি ও মোঃ জমরুত মিয়াকে সাধারণ সম্পাদক করে মিরাশী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ কমিটি গঠন করা হয়।