ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি:- যুক্তরাজ্যের নর্থওয়েলস্ এর কেনারপন শহরের বিশিষ্ট ব্যবসায়ী শাহ জাহানুর রাজা এর পিতা আলহাজ¦ হাছন রাজা গত মঙ্গলবার সকালে মৌলভীবাজারের সালামী টিলা গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.. .. রাজিউন।
গত বুধবার নিজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ভাইসপ্রিন্সিপাল এমপি আব্দুস শহিদ।
এছাড়া স্থানীয় চেয়ারম্যান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মরহুম আলহাজ্ব হাছন রাজা পাকিস্তান আমলের একজন মেম্বার ছিলেন। এলাকায় সমাজ সেবা মূলক কাজে তার অগ্রণী ভুমিকা ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি শেখ ছুরত মিয়া আছাব, সাধারণ সম্পাদক ফখরুল আলম। জি.এস.সি চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজনের চেয়ারপার্সন আব্দুল মালিক, সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ কয়ছর মিয়া, জি.এস.সি সাবেক সেন্টাল চেয়ারপার্সন মনছব আলী জেপি।