মোঃ নাসির উদ্দিন রাসেল (হবিগঞ্জ প্রতিনিধি) : শীঘ্রই আসছে হবিগঞ্জের কমেডি নাটক- ” রঙ্গীলা মন” আজ ১৫ ফেব্রুয়ারি রোজ বুধবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ কিবরিয়া অডিটোরিয়ামের সামনে ” রঙ্গীলা মন ” এর প্রযোজক লন্ডন প্রবাসী ” গীতিকার আব্দুল মুকিত” সাহেবকে ফুলেল
শুভেচ্ছা জানান “রঙ্গীলা মনের” কলাকুশলীরা।
এসময় কমেডি নাটক “রঙ্গীলা মন ” এর পরিচালক সি এম রায়হান উজ্জ্বলসহ কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন সিএনএন বাংলা টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাহ্ মোঃ নাসির উদ্দিন রাসেল, জুনাকি আক্তার, রাজু আহমেদ পাশা,রুহি আক্তার, মোঃ মোতাহিদ মিয়া,কন্ঠ শিল্পী এমদাদ দেওয়ান, বাশি বাদক মুক্তার মিয়া প্রমুখ ।