চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামী ২৪ফেব্র“য়ারী শুক্রবার বিকাল ৩টায় ডিসিপি হাই স্কুল মাঠে অনুষ্টিত হবে। ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে সুনামগঞ্জের জগ্ননাথপুর একাদশ বনাম চুনারুঘাট সবুজ দল একাদশ। এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপি। ফাইনাল খেলাকে সফল করতে বুধবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা পরিষদ কার্যালয়ে খেলা পরিচালনা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাস, মোঃ নুরুল ইসলাম মাস্টার, প্রভাষক আলহাজ্ব আঃ রউফ, বাবু সতেন্দ্র চন্দ্র দেব, বিশিষ্ট ক্রীড়াবিদ সফিউল আলম শাফি, আঃ মালেক মেম্বার, মুজিবুর রহমান স্বপন, সুুপ্রিম কোর্টের আইনজীবি মোস্তাক আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, আঃ কদ্দুছ, আকছির মিয়া, আঃ রহমান প্রমুখ।