উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় নবীগঞ্জ শহরে চারটি চালের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রামম্যান আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার উক্ত অভিযান পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে শহরের নতুন বাজার মোড় এলাকার কয়েকেটি চালের দোকানে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
এ সময় দেখতে পান কয়েকটি দোকানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল রাখা হয়েছে।
এ অপরাধে সেবা চালের আড়ৎ এর মালিক গৌরাঙ্গ চন্দ্র দাশকে ১৫ হাজার টাকা, মেসার্স আলম টেড্রার্স এর মোঃ বদরুল আলমকে ১০ হাজার টাকা, রায় টেড্রার্সের দিনেশ রায়কে ৫ হাজার টাকা ও জননী সংকরি চালের আড়ৎ এর অরবিন্দু পালকে ৫ হাজারসহ এই চার প্রতিষ্টানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার। এসময় থানার এস আই চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগীতা করেন।