নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের হলিমপুর (পাঞ্জারাই) গ্রামে সরকারী ভূমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে আতাউর রহমান নামের এক ব্যক্তি ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রামম্যান আদালত।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার উক্ত দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আতাউর রহমান উপজেলার ওই গ্রামের আঃ হেকিমের পুত্র।
ভ্রামম্যান আদালত সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের হলিমপুর (পাঞ্জারাই) গ্রামের আতাউর রহমান কয়েকদিন ধরে সরকারী ভূমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিলেন মর্মে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে সার্ভেয়ার আমিনূল ইসলাম সরজমিনে গিয়ে সরকারী ভূমি থেকে আর মাটি না কাটার জন্য নিষেধ করে আসেন। এছাড়াও ইউএনও একাধীকবার তাকে সতর্ক করে দেন। কিন্তু এসব বাধা নিষেধ তোয়াক্কা না করে ফের মাটি কাটা শুরু করে আতাউর।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার ঘটনাস্থলে যান। সাথে ছিল থানার এস আই চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ। তারা ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার সময় তাকে হাতেনাতে আটক করেন।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার আটককৃত আতাউরকে বালু মহাল ও মাটি বাস্থবায়ন আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে নবীগঞ্জ থানার মাধ্যমে দন্ডপ্রাপ্ত আতাউর রহমানকে জেল হাজতে প্রেরন করা হয়।