হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন হয়েছেন।
বুধবার বিকেল ৫টায় উপজেলার বংশিবপাশার হুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের বাসিন্দা লুকমান মিয়ার সঙ্গে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে তার ভাতিজা মোর্শেদ মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকেলে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোর্শেদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে চাচা লুকমান মিয়াকে আঘাত করে।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির এএসআই বিল্লাল ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানা ওসি অহিদুর রহমান পিপিএম।