দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনে সকল আন্তনগর ট্রেনের টিকিট বৃদ্ধি করা হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে রেল স্টেশন মাষ্টার মোঃ মোয়াজ্জুল হক দৈনিক শায়েস্তাগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রেল ভবন থেকে টিকিট বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশন মাষ্টারের হাতে পৌছে।
সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের টিকেট বৃদ্ধির দাবীতে সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরাম জনসভা, মানববন্ধন, স্মারকলিপি প্রদান করে।সর্বশেষ রেলপথ অবরোধের কর্মসূচী পালন করা হয়।