শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জের সাবেক ফুটবলারদের মিলন মেলা অনুষ্টিত

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

এস এইচ টিটু : ফুটবলের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে লাদিয়ার আকবর মাস্টার একাডেমী এন্ড হাইস্কুলের উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউপির পুরাসুন্দা মাঠে জেলা ভিত্তিক প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের নিয়ে মিলন মেলা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের নিয়ে জাতীয় দলের সাবেক ফুটবলার আলহাজ্ব মুক্তার হোসেন ফিতা কেঁটে মিলন মেলার শুভ উদ্ভোধন করেন।

শুভ উদ্ভোধন

মিলন মেলা অনুষ্টানে সভাপতিত্ব করেন নূরপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম এংরাজ। মিলন মেলা অনুষ্টানের বক্তব্যে ফুটবললাররা তাদের খেলোয়াড়ী জীবনের কথাগুলো তুলে ধরেন এবং স্মৃতি চারন করেন।

৫৬৩

এ মিলন মেলা সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী প্রাক্তন ফুটবলারদের নিয়ে বিভিন্ন ধরনের খেলা অনুষ্টিত হয়।

জানাযায়, বিকেল চারটায় সোনালী অতীতে যারা একসময় মাঠ কাপিয়ে ছিল ,জাতীয় দল, মোহামেডান,আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন,ইউনাইটেড ক্লাবের হয়ে এবং দেশের বিভিন্ন জেলায় খেলে সুনাম কুড়িয়েছে সেই সাবেক ফুটবলারদের নিয়ে খোয়াই দল বনাম সুতাং দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।

৬৬৬

খোয়াই দলের সাবেক ফুটবলারদের নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলহাজ্ব মুক্তার হোসেন এবং সুতাং দলের ফুটবলারদের নেতৃত্ব দেন সাবেক ফুটবলার আলী হোসেন। প্রীতি ম্যাচে খোয়াই দলকে ১ গোলে হারিয়ে সুতাং দল জয় লাভ করে।উৎসবমুখর এ ফুটবল ম্যাচটি যেনো অপূর্ব মিলন মেলায় পরিনত হয়।অনেক দিন পর সাবেক ফুটবলাররা অতীতের খেলোয়াড়দের একসাথে পেলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

IMG_20170214_153434

উক্ত মিলন মেলায় শতাধিক সাবেক ফুটবলার অংশ নেন।খেলা শেষে জাতীয় দলের সাবেক ফুটবলার আলহাজ্ব মুক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে সাবেক ফুটবলারদের হাতে প্রাইজ তুলে দেন।দশর্কের উপচে পড়া ভীড়ে এ ধরণের ব্যতিক্রম আয়োজন ফুটবল পিপাসুদের মন জয় করেছে।

প্রধান অতিথি

লাদিয়ার আকবর মাস্টার একাডেমী এন্ড হাইস্কুলের প্রতিষ্টাতা এবং (মালিক)আকবর মাস্টার জানান ঐতিহ্য, সুখ্যাতি, অবদান ধরে রাখতে হবিগঞ্জসহ সারা দেশের মাঠ কাঁপানো ফুটবল খেলোয়াড়দের এক করতে এবং নবীন খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে এই আয়োজন।

20170214_172148

উল্লেখ্য,এক পর্যায়ে সাবেক খেলোয়াড়রা সুতাং রেলস্টেশন মাঠটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানান।কারণ,প্রতি বছর ২/৩ টি ফসল চাষাবাদ করতে গিয়ে কৃষকরা মাঠের চারপাশ কোদাল দিয়ে কেটে নিয়ে যাচ্ছে বলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!