প্রেস বিজ্ঞপ্তি : গত ৩ ফেব্র“য়ারী শুক্রবার বিকাল প্রায় ৫ টায় বাড়ি হতে দোকানের মালামাল ক্রয় করতে বিপুল চন্দ্র বিশ্বাস (১৫) শায়েস্তাগঞ্জ যায়, কিন্তু আজ পর্যন্তও বাড়িতে ফিরে আসেনি।
ফলে সম্ভাব্য সকল স্থান খোঁজাখোজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
তাই নিখোঁজ সংক্রান্তে শায়েস্তাগঞ্জ থানায় একটি জি,ডি ভুক্ত করা হয়েছে।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে নিকটস্থ থানায়,অথবা নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
ঠিকানাঃ
গ্রামঃ সুতাং সুরাবই, (পাল পাড়া)
পোঃ সুরাবই, থানাঃ শায়েস্তাগঞ্জ,
জেলাঃ হবিগঞ্জ।
পিতাঃ প্রবীর চন্দ্র বিশ্বাস।
মাতাঃ রিনা রানী বিশ্বাস।
বড় ভাইঃ বিপ্লব চন্দ্র বিশ্বাস।
মোবাইল নং ০১৭৬৭-৬৬৭২৭৩