চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা বাজার এলাকার একটি মাদ্রাসার নিকট থেকে হেলাল মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চুনারুঘাট থানার এসআই মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হেলাল নবীগঞ্জ উপজেলার বরচর গ্রামের লেচু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানায় হেলাল বিভিন্ন স্থানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। শনিবার সকালে শানখলা বাজারের অদুরে একটি মাদ্রাসার নিকট তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এসআই সেলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু।
তবে আজ রবিবার ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।