শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য অশোক মাধব রায় বলেন, শায়েস্তাগঞ্জ ইউকে সমিতি শায়েস্তাগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করছে জেনে আমি আনন্দিত।
আগামী দিনে তারা তাদের কার্যক্রম আরো বেগমান করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি ইংল্যান্ডে বসবাসরত প্রবাসীদের সন্তানদেরকেও এদেশের প্রতি ভালবাসা সৃষ্টি করা যায় তার উপরও গুরুত্বারূপ করেন।
অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহব্বান জানান প্রবাসীদের প্রতি। এই মত বিনিময় সভার আয়োজন করার জন্য প্রেসক্লাবকেও ধন্যবাদ জানান। তিনি শুক্রবার রাতে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
মত বিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফা, বিশিষ্ট চিকিৎসক এমএ ওয়াহাব, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সোলায়মান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূর ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের উপদেষ্ঠা মঈনুল আমিন বুলবুল, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন, যুগ্ম সম্পাদক মুরাদ চৌধুরী, উপদেষ্ঠা এমএ মুনিম চৌধুরী বুলবুল, চুনারুঘাট সমিতি ইউকের সভাপতি গাজীউর রহমান গাজী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সদস্য আফজাল খাঁন, নিজামুল ইসলাম বেলাল, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট শফিকুল বারী আওয়াল, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আব্দুস শহিদ, শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাষ্টের সভাপতি মোঃ খুর্শেদ আলী, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবির সৈকত, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সমুজ আলী আহমেদ, একেএম ফজলুল হক চৌধুরী সেলিম,পৌর কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, কাউন্সিলর নোয়াব আলী, শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমএ কাইয়ূম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এস রহমান চৌধুরী, ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক, মোঃ নূরুল হক, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, বাহুবল যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, কল্যাণ রায়, মোঃ আবুল কাশেম, প্রসেনজিৎ দেব, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, হারুন সাই, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাখ উদ্দিন মনসুর, কামরুল হাসান, আব্দুল হক রেনূ, এম শামীম চৌধুরী, প্রমূখ।