নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের এমপি জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির বলেন, বৃত্তি প্রদান নতুন প্রজন্মের রেখাপাত করে পড়াশুনায় উৎসাহ যোগাবে, মেধা বিকাশে এগিয়ে যাবে নবীগঞ্জ।
তিনি ছাত্র ছাত্রীদের বলেন, গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হলে চলবেনা, ডিজিটাল মধ্য আয়ের দেশ গড়তে হলে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে, কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।
তিনি শনিবার দুপুরে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ন্ন কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি শামিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের এমপি আব্দুল মুনিম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, প্রবাসী অধ্যাপক আব্দুল হান্নান, যুক্তরাজ্য কমিউনিটি লিডার সামসুদ্দিন এমবিই, আব্দুল ওয়াহাব, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, এসিল্যান্ড জিতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জাপা নেতা আবুল খয়ের, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা।
বক্তব্য রাখেন, রুবেল মিয়া, জাহাঙ্গীর বখত চৌধুরী, শাহিনুর আক্তার চৌধুরী পান্না প্রমূখ।