বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের বীরমুক্তিযোদ্ধা রাজা মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়েছে এক জাপা কর্মী। হামলায় আহত মুক্তিযোদ্ধাকে বাহুবল হাপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার পুটিজুরী বাজারে। খবর পেয়ে রাতেই বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এসআই জিয়ার নেতৃত্বে পুলিশ হাসপাতালে গিয়ে আহত মুক্তিযোদ্ধার অবস্থার খোজখবর নেন।
মুক্তিযোদ্ধা রাজা মিয়া জানান, তিনি প্রাক্তন সৈনিক হিসেবে ‘প্রাক্তন সৈনিক সংস্থা’র সভায় অংশগ্রহণের জন্য গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে তিনি পুটিজুরী বাজার থেকে একটি সিএনজি টেক্সিতে উঠছিলেন। এ সময় ৩০-৩২ বছর বয়ষ্ক একটি ছেলে এগিয়ে এসে বাহুবল-নবীগঞ্জ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর একটি কাগজ বের করে এটি সঠিক কী না জানতে চায়? এ সময় তিনি ফটোকপিটি স্পষ্ট না হওয়ায় তিনি ‘বুঝতে পারছেন না’ বলে উত্তর দেন। সাথে সাথে ওই ছেলেটি তার উপর অতর্কীতে হামলা চালায় এবং কিল-ঘুষি মারে। লোকজন এগিয়ে এলে ছেলেটি চলে যায়। পরে আমাকে লোকজন আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, পরে তিনি খোজ নিয়ে জানতে পারেন, ওই ছেলেটির নাম মানিক মিয়া। সে শেওড়াতুলী গ্রামের ছমই মিয়ার পুত্র। সে জাতীয় পার্টির স্থানীয় একজন কর্মী। তিনি এক প্রশ্নের জবাবে জানান, তার বাড়ির নিকটবর্তী একটি ব্রীজ নিয়ে স্থানীয় কিছু লোকের সাথে তার বিরোধ রয়েছে। এ হামলার সাথে ওই বিরোধীয় বিষয়ের সম্পর্ক থাকতে পারে বলে তার ধারণা।
মুক্তিযোদ্ধার সন্তান সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধার উপর হামলা ঘটনাটি আমাকে মারাত্মক ভাবে পীড়া দিয়েছি। হামলাকারীর কঠোর শাস্তি দাবি করছি।
এ ব্যপারে বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এসআই জিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নিজে হাসপাতালে গিয়ে মুক্তিযোদ্ধার রাজা মিয়ার সাথে কথা বলেছি। হামলার ঘটনাটি দুঃখজনক। হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।