নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইাউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুর্শি গ্রামের পুর্বের বাড়ীর তালুকদার আবুল কালাম আজাদের বাড়ীতে ডাকাতদের সাথে হামলা করে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ডাকাতদের কবল থেকে।
বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদল হাওড় দিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুর্শি গ্রামের পুর্বের বাড়ীর তালুকদার আবুল কালাম আজাদের বাড়ীতে ১০/১২ জনের একদল মুখোশধারি ডাকাতদল উল্লেখিত সময়ে ওই বাড়ীর ২য় তলার ছাদের উপর দিয়ে সিড়ির রোমের দরজা ভেঙ্গে মেইন ঘরে প্রবেশ করার সময় বাড়ীর লোকজন টের পেয়ে চুলপি লাটিসোটা নিয়ে ডাকাতদের সাথে মুখোমুখি ভাবে হামলা পাল্টা হামলা শুরু হয়।
এ সময় বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের আরো লোকজন এগিয়ে আসলে ডাকাতদল কোন কিছু না নিয়েই সামনের হাওড় দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনা বাড়ীর গৃহকর্তা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মাজহারুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার আল-আমীন খান, কুর্শি গ্রামের বিশিষ্ট মুরব্বি মিজানুর রহমান শিকদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য ইদানিং কুর্শি গ্রামে গরু চুরিসহ কয়েকটি সিদেল চুরির ঘটনায় গ্রামে চরম আতংক বিরাজ করছে।