হবিগঞ্জ প্রতিনিধি : গভীর রাতে হবিগঞ্জ শহরের মাহমুদাবাদে একটি পিকআপ ভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সম্মুখভাগ পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার দিনগত রাত প্রায় ৩টায় স্থানীয় লোকজন দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে থানায় খবর দেন। বিষয়টি হবিগঞ্জ ফায়ার সার্ভিসকেও জানানো হয়।
খবর পেয়ে সদর থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরাও। তারা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়ির চালক আব্দুল মালেক জানান, প্রায় ১৫ দিন পূর্বে তার চালিত পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ম-৫৬৯৮) যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি গাড়িটি এ স্থানে রাখেন। অবরোধের কারণে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আনতে না পারায় প্রায় ১৫ দিন ধরে গাড়িটি ঘটনাস্থলেই পড়ে রয়েছিল।