নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র হিসাবে দায়িত্বগ্রহণের এক বছর হওয়ায় জনতার মুখোমুখি হয়েছেন মেয়র ছালেক মিয়া।
বুধবার বিকাল ৪টা থেকে শায়েস্তাগঞ্জ পৌর শহীদ মিনার প্রাঙ্গণে জনতার মুখোমুখি অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হান্নান।
প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুকের পরিচালনায় বক্তব্য উপস্থাপন করেন মেয়র মোঃ ছালেক মিয়া।
৩০ মিনিটের বক্তব্য মেয়র মোঃ ছালেক মিয়া দায়িত্বগ্রহণের এক বৎসরের উন্নয়ন পিরিস্থি তুলে ধরেন।জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র।
অনুষ্ঠানটি শায়েস্তাগঞ্জ ওয়ার্ল্ড ভিশন ক্যাবল টিভি সরাসরি সম্প্রচার করছে। এছাড়া মেয়র মোঃ ছালেক মিয়ার ফেসবুকে লাইভ দেখানো হয়েছে।