চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতাঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে চুনারুঘাট থানা হল রুমে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম কবীর, সারোয়ার আলম আজাদ, আতাউর রহমান মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মিলন, হাবিবুর রহমান জিতু, আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মুহিতুর রহমান রুমন ফরায়েজি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সফিকুল ইসলাম রুবেল, ইফতেখারুল আলম রিপন , সাইদুল ইসলাম আলমগীর ও পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ ডালিম মিয়াসহ ১০টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ।