মনিরুল ইসলাম শামীম, বাহুবল: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস.কে সিনহা) আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বাহুবল আসছেন। তিনি উপজেলার জয়পুর গ্রামে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবে অংশগ্রহণ করবেন। সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য পাওয়া গেছে। বুধবার (৮ ফেব্র“য়ারি) থেকে ৪ দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে।
বাহুবল সফরকালে প্রধান বিচারপতি’র সফরসঙ্গী থাকবেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার বেগম হোসনে আরা আকতার, প্রধান বিচারপতি’র একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান ও হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার বেগম ফারজানা ইয়াসমিন। তিনি উক্ত ধর্মীয় অনুষ্ঠান শেষে বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হবেন।
শ্রীচৈতন্য মহাপ্রভুর মামারবাড়ি খ্যাত পূণ্যভূমি শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসব বুধবার থেকে শুরু হয়েছে। চার দিনব্যাপী এই উৎসবে পদাবলী কীর্তন, নামযজ্ঞসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৮৩ সালে পরম বৈষ্ণব ড. শ্রী মহানামব্রত ব্রহ্মচারী আবিষ্কার করেন পুণ্যতীর্থ শ্রীধাম জয়পুর-এ মহাপ্রভুর মামারবাড়ি। তারই ঐকান্তিক প্রচেষ্টায় মহাপ্রভুর মাতৃদেবী শচীরাণীর নামে জয়পুরে ‘শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম’ গড়ে ওঠে। কালের আবর্তনে আধ্যাত্মিক ভাবমূর্তি হিসেবে গৌরভক্তদের কাছে মহাতীর্থভূমি রূপে ‘শচীঅঙ্গন’ পরিচিতি পেয়েছে। চিরাচরিত প্রথানুসারে এখানে বার মাসে তের পার্বণ অনুষ্ঠিত হয়। এবারও ৮ থেকে ১১ ফেব্র“য়ারি (২৫ থেকে ২৮ মাঘ) পর্যন্ত বার্ষিক উৎসবের আয়োজন করা হয়েছে।
এবার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ৮ ফেব্র“য়ারি পদাবলী কীর্তন, নৃত্যানুষ্ঠান ও নাটক। ৯ ফেব্র“য়ারি ভোরে নামযজ্ঞ শুরু, দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র আগমন উপলক্ষে আলোচনা সভা। ১০ ফেব্র“য়ারি শুক্রবার মহাপ্রভুর বিশেষ পূজার্চ্চনা ও ভোগরাগ।
ভক্তরা ২০১ টাকা প্রনামী দিয়ে বিশেষ ভোগ দিতে পারবেন। ভোগরাগ শেষে শুক্রবারই মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়া অনুষ্ঠানের শেষ দিনে (১১ ফেব্র“য়ারি) রয়েছে ‘বসন্ত উৎসব’। বসন্ত উৎসবে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সঙ্গীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত শিল্পী ‘আশিক’।
জানতে চাইলে শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম বার্ষিক উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য্য বলেন, প্রতিবছরের মত এবারও মহাপ্রভুর মামারবাড়ি শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
আমার আমন্ত্রণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবারের উৎসবে অংশগ্রহণ পূণ্যার্থীদের মাঝে উৎসবের আমেজ অনেকগুণ বেড়ে গেছে। আমরা প্রধান বিচারপতি মহোদয়কে বরণ করতে অধির আগ্রহে অপেক্ষা করছি।