সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলা সাতাইহাল হযরত মুশকিল আহসান (র.) মাজারের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মহাসড়ক সংলগ্ন পূর্ব পার্শ্বে হযরত শাহ মুশকিল আহসান (রহ.) মাজার রয়েছে।
রাতে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে উষ্ণ সংবর্ধীত বাউল শিল্পী ইকরাম উদ্দিনের বাড়ির সন্নিকটে নবীগঞ্জ উপজলার পানিউমদায় ছিল রাত বাউল গানের আসর।
উক্ত গানের শেষ আর্ধে নবীগঞ্জ, আউশকান্দি সহ বিভিন্ন এলাকার লোকজন বাড়ি ফেরা পথিমধ্যে গভীর রাত প্রায় ২টার সময় পথচারী লোকজন দেখতে পান লাশের পড়নে কোন কাপড় ছিল না। কিন্তু লাশে কিছু অদূরে এক স্থানে জমাট ছিল কাপড়।
রাস্তার কিনারে দেখা যায় অনেক শিয়াল বসে রয়েছে নিবর হওয়া মাত্রই লাশের ক্ষয়ে যাওয়া মাংস খাওয়ার জন্য।
এখানে অনেক প্রশ্ন দেখা দিয়েছে যেমন, ঐ পথচারী লোক যদি রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় নিহত হতেন তাহলে তো পড়নে কাপড় থাকতো? কিন্তু উনার পড়নে কোন কাপড় ছিল না, তিনি ছিলেন উলঙ্গ! এতে নিমিশেষেই লাশটি খন্ড খন্ড হয়ে রাস্তার চতুর দিকে ছড়িয়ে ছিটিয়ে য়ায়। এ
ই হৃদয়বিধারক ঘটনা অনেকেই মোবাইল ফোনে ধারন করেন, আবার অনেকেই স্থানীয় গোপার বাজার ফাঁড়ি ও শেরপুর হাইওয়ে পুলিশের কাছে মোবাইল ফোনে খবর দিলে তারা তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
সোমবার পুলিশ লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। তবে পুলিশ জানায়, এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।