শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ সুরজিত সেনগুপ্তের মৃত্যুতে শোকাহত শায়েস্তাগঞ্জের আওয়ামীলীগ পরিবারের লোকজন।
হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, দাদাকে অনেক কাছ থেকে দেখার সুভাগ্য হয়েছে আমার। একজন শান্তিপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। রেলমন্ত্রী থাকাকালিন সময়ে একবার আমার প্রিয় শায়েস্তাগঞ্জে তাঁর পদদূলি পড়েছে। দাদার মৃত্যু আমাকে মর্মাহত করেছে।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র মোঃ ছালেক মিয়া বলেন, ২০১২ সালে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দাদা প্রধান অতিথি হিসেবে শায়েস্তাগঞ্জে আগমন ঘটে। সেই দিনের কথা আজ ভুলার নয়। কারণ সেই দিনের সম্মেলনে দাদা যেমঞ্চে প্রধান অতিথি ছিলেন সেই মঞ্চ থেকেই আমি পৌর আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক কাউন্সিলর বলেন, দাদা রেলমন্ত্রী দায়িত্ব নিয়ে আমাদের সিলেটবাসীর জন্য নতুন একটি ট্রেন (কালনী এক্সপ্রেস) বরাদ্দ দেন। যা আজও স্বাক্ষী হয়ে আছে। এতে শায়েস্তাগঞ্জতথা হবিগঞ্জবাসী এর সুবিধা ভোগ করছেন।
এছাড়াও শোক জানিয়েছেন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির সৈকত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন শাহেদ, পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান ইমরান, সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাসুক আহমেদ, যুগ্ম আহবায়ক নাজমুল হুদা তৌহিদ, প্রসেনজিত দেব, মিজানুর রহমান পলাশ প্রমুখ।