নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার রামশ্রী গ্রামে বিদ্যালয় মাঠে মেধাবীদের এ বৃত্তি প্রদান করা হয়।
এর আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রতিষ্ঠাতা সৈয়দ মাহমুদুর রহমা ভুলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালান কমিটির সদস্য সৈয়দ মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, ইউকে শায়েস্তাগঞ্জ সমিতির সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তুফা, রোটারিয়ান তানভিরুল আরেফিন প্রমুখ।
পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
এছাড়াও গান পরিবেশন করেন মীর গোলাম মোস্তাফা, মীর বাদল, সৈয়দ মাহমুদুর রহমান ভুলু, ক্রিস্টিলা সরকার প্রমুখ।