ডেস্ক : ঢাকা-সিলেট-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়িয়ে নতুন করে উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক। পাশাপাশি সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেসেও কোচ যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা ও উপবন ১৬টি কোচ দিয়ে চালানো হবে।
একইভাবে এ মাসেই সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ট্রেনে কোচ সংখ্যা বাড়ানো হবে। দীর্ঘদিন থেকে এই চারটি ট্রেনে বগি সংকট ছিলো। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রেলওয়ে কোচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।