নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার সদর উপজেলা থেকে ঝাড়ু মিয়া (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফকার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উচাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী উচাইল (চারিনাও) গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।