চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের হাজী আবুল হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহারের বদলির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচারণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তারা এ শাস্তি মূলক বদলির দাবি করেছেন।
৪ই জানুয়ারী রোজ শনিবার সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী প্রাথমিক বিদ্যালয়ের সামনে, ছয়শ্রী রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য শফিকুর রহমান শাফু, মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ ও স্থানীয় মুক্তিযোদ্ধা নমির খাঁন সহ বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অভিভাবকরা।
বক্তারা জানান, ছয়শ্রী আবুল হাশিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহারকে ১মাসের মধ্যে তাকে বদলি করার চেষ্ঠা করবো।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন কারীরা প্রশাসনের কাছে জোর দাবি জানান, অনতিবিলম্বে তাকে বিদ্যালয় থেকে বদলি করা হোক। তাকে বদলি না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।