বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো এ শ্লোগানকে সামনে রেখে মীর মহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ।
শিক্ষক অভিবাবক কমিটির সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মানবতাবাদী এস এম খ্কোনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সজল কান্তি গোপের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার শিংহ, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম এবং হাফিজুল ইসলাম, ১নং উত্তর পূর্ব ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পারভীন আক্তার খানম, বানিয়াচং উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শিক্ষক আব্দুল কাইয়ুম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নাজমা খানম, সদস্য আবু বক্ষর সিদ্দিক, জামালপুর প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল, ববাজার প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মিয়া, সুন্দরপুর প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু চন্দ, সহকারী শিক্ষক কামরুজ্জামান খান, উর্মী ভট্রাচার্য্য, আফরুজা বেগম, শামিমা খানম, সীমা চৌধুরী, মা দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, অনিতা ভট্রাচার্য্য, রুজিনা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষত সুজিত বিশ^াস। এর পূর্বে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষিকাসহ অন্তত ৬শতাধিক মা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত বিদ্যালয়ে প্রায় ৮শতাধিক শিক্ষার্থী রয়েছে। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিদ্যায়ের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধান করে দেয়ার আশ^াস দেন।