মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আইন-শৃংখলা কমিটির সভা বুধবার সকালে উপজেলা নিবার্হী মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আরএমও ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর, সামসুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, আলহাজ্ব আতিকুর রহমান, মীর খুশেদ আলম, পারভেজ চৌধুরী, মোঃ আলাউদ্দিন, সফিকুল ইসলাম, খাইরুল হোসাইন মনু, সামসুল ইসলাম মামুন, পৌরসভার প্যানেল মেয়র দুলাল খাঁ, দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, সদস্য আব্দুর নূর প্রমূখ।
সভায় আইন-শৃংখলা স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করে মাদক মুক্ত মাধবপুর গড়ার লক্ষ্যে সকলে এক যোগে কাজ করার সিন্ধান্ত নেয়া হয়।